ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
47
নিহত দিপুর খালাতো ভাই মাহবুব গণমাধ্যমে বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের ব্যবসা করতে চেয়েছিলেন তিনি।

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ট্রাকচাপায় আবুল কালাম (৫০) একজন নিহত হয়েছেন। তিনি জেলার রাজাপুর উপজেলার উত্তর তাড়াবুনিয়া এলাকার সেকেন্দার আলীর ছেলে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক সড়কের বাসন্ডা ব্রিজের পশ্চিম প্রান্তে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে বরিশাল থেকে পিরোজপুরগামী একটি ট্রাক রাস্তার পাশে খাদেম আবুল কালামকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঝালকাঠির সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদ্রাসার খাদেমকে চাপা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। চালকেও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, ঝালকাঠি সদর উপজেলার শিরযুগে ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে মায়ের চোখের সামনে ইজিবাইক চাপায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তানজিলা আক্তার (৩) এক শিশুর।

নিহত শিশু তানজিলা সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চর বাটারকান্দা গ্রামের বাহারুল হাওলাদারের মেয়ে।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, তানজিলা মায়ের সঙ্গে শিরযুগ নানা বাড়িতে ঈদে বেড়াতে গিয়েছিল। বেড়ানো শেষে নানা বাড়ি থেকে চর বাটারকান্দার নিজ বাড়িতে আসার সময় গাড়ির অপেক্ষায় রাস্তার পাশে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ইজিবাইকটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তানজিলাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ব্যাটারি চালিত ইজিবাইকটিকে জব্দ করেছে। চালক পালিয়ে গেলে তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবেলা/সংবাদ/এসএ/সারাদেশ/বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here