৫৮৫০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু

0
411

মুন্সিগঞ্জ প্রতিনিধি : শুক্রবার (২৭ নভেম্বর) পদ্মা সেতুতে ৩৯তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এর ফলে ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হলো পদ্মা সেতু। আর মাত্র দুইটি স্প্যান বসানো হলে দৃশ্যমান হবে ৬১৫০ মিটারের পদ্মা সেতু।

দুপুর ১২টা ২০ মিনিটে ‘টু-ডি’ নামের স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১০ ও ১১ পিলারের ওপর স্থাপন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের।

নির্বাহী প্রকৌশলী জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ও কারিগরি জটিলতা না দেখা দেয়াতে আজ স্প্যানটি স্থাপন করা হয়। এই স্প্যান বসানোর ফলে চলতি নভেম্বর মাসে (এক মাসে) সেতুতে মোট ৪টি স্প্যান বাসানোর কাজ সম্ভব হলো।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, এই স্প্যান বসানোর ফলে পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে বসতে বাকি থাকলো আর মাত্র দুইটি স্প্যান।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here