নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

0
39

আজ সারাবেলা ডেস্ক: নাইজেরিয়ার উত্তর–পশ্চিমের জামফারা প্রদেশের নদীতে একটি নৌকা ডুবে গেছে। আশঙ্কা করা হচ্ছে, নৌকাটিতে থাকা অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা শনিবার (১৪ সেপ্টেম্বর) এ কথা জানান। খবর সিএনএন।

জানা গেছে, কাঠের তৈরি নৌকাটিতে ৭০ জন কৃষক ছিলেন। তারা নৌকায় নদী পার হয়ে স্থানীয় গুম্মি শহরের খামারগুলোয় কাজ করতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর কর্তৃপক্ষের সহায়তায় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে নেমে পড়েন। ঘণ্টা তিনেক পর ছয়জনকে উদ্ধার করা হয়। বাকিরা এখনো নিখোঁজ।

স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালি বলেন, এর আগেও একবার এখানে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। নিখোঁজ হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে জরুরি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here