টেক্সাসে শেখ মু‌জিবুর রহমা‌নের শাহাদৎবা‌র্ষিকী পালিত

0
44

আজ সারাবেলা ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৯তম শাহাদৎবা‌র্ষিকী পালন করেছে টেক্সাস স্টেট আওয়ামী লীগ শাখা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ উপল‌ক্ষে সম্প্রতি টেক্সাস স্টেট আওয়ামী লীগ হেমটন ইন সুইট ১৫৭০ মা‌রিয়া ল‌গো ব্লুবার্ড ফার্মাসব্রাঞ্চ ডালাস হো‌টে‌লের কনফা‌রেঞ্চ রু‌মে ‘বঙ্গবন্ধু ও বাংলা‌দেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফি‌লের আয়োজন ক‌রে। রাহী ইয়াহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠা‌নে প্রধান অ‌তিথি ছিলেন টেক্সাস আওয়ামী লী‌গের উপ‌দেষ্টা চট্টগ্রাম সরকারি ক‌লে‌জের সা‌বেক জিএস ফজলুল কা‌দের চৌধুরী আদর।

এছাড়া বক্তব্য রাখেন সাদী সামসুদ্দোহা তথ্য ও গবেষণা সম্পাদক, টেক্সাস স্টেট আওয়ামী লীগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেক্সাস স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এম নুরুন্নবী, সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. সুজাত উদ্দৌলা, সহ-সভাপতি শরীফুজ্জামান খান মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. রফিক উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সদস্য নাজমুল হক ভুইয়া।

সূচনা বক্তব্য দেন টেক্সাস স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন শা‌কিল।

অনুষ্ঠা‌নের প্রধান সমন্বয়‌কের দা‌য়িত্ব পালন ক‌রেন অরুন চক্রব‌র্তী, যুগ্ম সম্পাদক, টেক্সাস স্টেট আওয়ামী লীগ। সভাপ‌তিত্ব ক‌রেন টেক্সাস স্টেট আওয়ামী লী‌গের সভাপ‌তি ভূইয়া দাউদ আহ‌মেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here