আজ সারাবেলা ডেস্ক: উগ্র ডানপন্থীদের কয়েক দিনের সহিংসতার প্রতিবাদে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ জুলাই তিন শিশু নিহত হওয়ার ঘটনায় মুসলিম কিশোর জড়িত এমন গুজবকে কেন্দ্র করে গত কয়েক দিন ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে মসজিদ ও অভিবাসীদের সহায়তাকেন্দ্রে হামলা হয় বুধবার (৭ জুলাই) হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন।
শুক্রবার সন্ধ্যায় বিপুলসংখ্যক বর্ণবাদ ও ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভকারী লন্ডন, বার্মিংহাম, ব্রিস্টল, লিভারপুল ও নিউক্যাসলের রাস্তায় বিক্ষোভ করেন।
তারা স্লোগান দিচ্ছিলেন, ‘কাদের সড়ক? আমাদের সড়ক!’ কয়েকজনের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘উগ্র ডানপন্থীদের থামাও’। খবর বিবিসি
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেত্তে কুপার স্থানীয় মানুষের সুরক্ষা নিশ্চিতে কাজ করায় পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
সন্দেহভাজন হামলাকারী ওই কিশোরের বয়স ১৭ বছর, নাম অ্যাক্সেল রুডাকুবানা। ওয়েলসে তার জন্ম। তার মা–বাবা রুয়ান্ডা থেকে এসেছেন।