সারাবেলা ডেস্ক: ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এখন চলছে প্রবেশ গেটে নান্দনিক তোরণ নির্মাণের পর সাজসজ্জার কাজ। মাঠের মূল অংশে ১২১টি কাতারে মধ্যে ৫১টি কাতারে নারীরা অংশ নিতে পারবেন।
মঙ্গলবার (০৯ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন।
এছাড়া ঈদগাহের বাইরে পুরো এলাকাজুড়েপ্রায় ৭০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।
বরাবরের মতো এ ঈদ জামাতে মন্ত্রী-সচিবসহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিবেন। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়ার প্রতিকূল থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় শুরু হবে ঈদের প্রধান জামাত।
ঈদ জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সারাবেলা/সংবাদ/এসএ/রাজধানী