ডোমিনিকান রিপাবলিকে ভারি বৃষ্টিপাতে নিহত ২১

0
180

সারাবেলা ডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের রাষ্ট্র ডোমিনিকান রিপাবলিকে ভারি বৃষ্টিপাতের কারণে ২১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনটি শিশু। এছাড়াও ভারী বর্ষণের কারণে ১৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টির কারণে রাজধানী সান্তো ডোমিংগোতে একটি হাইওয়ে টানেল ধসে ৯ জন নিহত হয়েছেন। এছাড়াও ১৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টার (সিওই) জানিয়েছে, বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্রিজ এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিওই আরও জানিয়েছে, প্রচণ্ড ঝড়ের কারণে ২৬০০ বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ২৫০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও রোববার থেকে ৪৫টি কমিউনিটি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে গত ৪৮ ঘণ্টা ধরে প্রবল ঝড়ের পর ভারি বৃষ্টির ঘটনাকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের ঘটনা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদের।

সারাবেলা/সংবাদ/এসএ/আন্তর্জাতিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here