জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সরিষাবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৪টায় আগুন নির্বাপন করা হয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য জানান।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার রুহুল আমিন বলেন, জামালপুরের সরিষাবাড়িতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত দেড়টায় পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে।
এ ঘটনায় ট্রেন থেকে কয়েকজন লাফ দিয়ে আহত হয়েছেন, তবে সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়। সেসময় ট্রেনে যাত্রী কম ছিল। কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নামার সময় আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সারাবেলা/সংবাদ/এসএ/সারাদেশ/বাংলাদেশ