সারাবেলা ডেস্ক: ঢাকায় আসছেন অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। হলিউডের এই অভিনেত্রী ঢাকা লিট ফেস্টে অংশ নেবেন।
২০২৩ সালের ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বসছে ঢাকা লিট ফেস্টের দশম আসর। এ আসরে অতিথি হয়ে আসছেন দেশ-বিদেশের দুই শতাধিক অতিথি। এদের মধ্যে টিলডা সুইনটন অন্যতম।
এর আগেও ২০১৭ সালে লিট ফেস্টে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ‘মাইকেল ক্লেটন’ এর জন্য অস্কারজয়ী এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করেন টিলডা সুইনটন। নিজেকে অভিনেত্রীর চেয়ে ‘লেখক’ হিসাবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। ‘অরল্যান্ডো’, ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’, ‘দ্য ক্রনিক্যালস অব নার্নিয়া’, ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’ এর মতো বহু সিনেমায় দেখা গেছে তাকে।
এদিকে, আসন্ন লিট ফেস্ট ঘিরে আয়োজকরা এরই মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করেছেন অন্তত ৪৫ জন অতিথির নাম। টিলডা সুইনটন ছাড়াও নোবেল পুরস্কার বিজয়ী লেখক ওরহান পামুক ও আবদুলরাজাক গুরনাহর নাম রয়েছে।
আজ সারাবেলা/সংবাদ/জাই/বিনোদন