সারাবেলা রিপোর্ট: মোটরসাইকেল চলাচল বন্ধের পর কমেছে পদ্মা সেতুতে টোল আদায়
প্রথম দিনে সেতুতে যত সংখ্যক যানবাহন পার হয়েছিল, মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণার পর সেই সংখ্যা এক-চতুর্থাংশে নেমেছে
মোটরসাইকেল চলাচল বন্ধের পর পদ্মা সেতুতে টোল আদায় কমেছে। যান চলাচল শুরুর প্রথম দিনে সেতুতে যত সংখ্যক যানবাহন পার হয়েছিল, মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণার পর সেই সংখ্যাও এক-চতুর্থাংশে নেমেছে। টোল আদায় কমেছে পৌনে ১ কোটি টাকা।
রবিবার (২৬ জুন) প্রথম দিনে মোটরসাইকেল চললেও সোমবার দ্বিতীয় দিনে তা নিষিদ্ধ হওয়ায় তার প্রভাবে টোল কমেছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা।
যান চলাচল চালুর প্রথম প্রথম ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৬১ হাজার গাড়ি পার হয়। এতে মোট টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৫ লাখ টাকা।
তবে মোটরসাইকেল চলাচল বন্ধের পর সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ টাকা।
এ সময়ে মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে উঠেছে ৭ হাজার ৬৬১টি যানবাহন। টোল আদায় হয়েছে ৯৯ লাখ ৪৭ হাজার টাকা।
জাজিরা প্রান্ত থেকে সেতুতে উঠেছে ৭ হাজার ৬৬৮টি যানবাহন। এ বাহনগুলো টোল দিয়েছে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫৯ টাকা।
আজসারাবেলা/সংবাদ/জাই/জাতীয়/অর্থনীতি