সারাবেলা ডেস্ক: ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। তবে ফিরতি পথে তাদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।
শুক্রবার (৬ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘুরে দেখা যায় এমন চিত্র। স্টেশনে দেখা যায়, প্রতিটি আন্তঃনগর ট্রেন থেকেই প্রায় হাজারের বেশি মানুষ প্লাটফর্মে নেমেছেন।
বেলা ১১টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে সিরাজগঞ্জ থেকে এসে পৌঁছায় সিরাজগঞ্জ এক্সপ্রেস। ওই ট্রেন দিয়ে প্রায় দেড় হাজারের বেশি মানুষ রাজধানীতে প্রবেশ করেছেন।
তাদের একজন হাসানুর রহমান বলেন, আগামীকাল থেকে কাজে যোগ দিতে হবে। তাই হাজার কষ্ট হলেও বাবা-মাকে গ্রামে রেখে আসতে হয়েছে। ট্রেনে যতটা ভিড় হবে ভেবেছিলাম কিন্তু ততটা ভিড় হয়নি। সুন্দরভাবে আসতে পেরেছি।
দেশের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। এরপর ঈদের ছুটি শেষ হয়েছে বুধবার। তাই ঈদের ছুটি শেষে এখন ঢাকা ফিরছেন রাজধানী ছেড়ে ঘরে ফেরা ঘরমুখো মানুষগুলো।