ইসরাইলি বিমান হামলায় শিশুসহ নিহত ৯ ফিলিস্তিনি

0
276

সারাবেলা রিপোর্ট: ইসরাইলের বিমান হামলায় গাজায় শিশুসহ নয় ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

খবরে বলা হয়, রোববার (১০ মে) থেকে ছড়িয়ে পড়া উত্তেজনার এক পর্যায়ে হামাসের রকেট চালনার পর ইসরাইল এ বিমান হামলা করে।

সোমবার (১০ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর গাজায় নয়জন ফিলিস্তিনি বিমান হামলায় নিহত হয়েছেন এরমধ্যে তিন শিশুও রয়েছে।

ইসরাইলি বাহিনীকে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে সরে যাওয়ার দাবিতে হামাসের হামলার পর বিমান হামলা চালায় ইসরাইল।

মুসলিম উম্মার তৃতীয় বৃহত্তর পবিত্রতম এই স্থানে উত্তেজনা শুরু পর থেকে ইসরাইলি পুলিশের তাণ্ডবে ৩০০ বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এই স্থানটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান।

ইসরায়েলের ‘জেরুজালেম দিবস’ পালনকে কেন্দ্র করে রোববার (০৯ মে) উত্তেজনা চরমে পৌঁছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত আল আকসা মসজিদের সামনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

জেরুজালেমের পূর্ব অংশ আগেই দখল করে নিয়েছে ইসরায়েল। বিশ্বের কাছে যার স্বীকৃতি না মিললেও জেরুজালেমকে রাজধানী বানাতে চায় ইসরায়েল।

এদিকে ফিলিস্তিনিরা ইসরায়েলের দখল করা পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চায়, যার রাজধানী করতে চায় জেরুজালেম।

আজসারাবেলা/সংবাদ/মাখ/আন্তর্জাতিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here