আইসিইউ থেকে কেবিনে নায়ক ফারুক

0
289

সারাবেলা রিপোর্ট: নায়ক ও নেতা আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। ২৭ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।

২৮ এপ্রিল সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ‘ফারুকের অবস্থা এখন উন্নতির দিকে। কথা বলতে পারছেন। সবাই উনার জন্য দোয়া করবেন’

গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ফারুককে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২১ মার্চ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। দেশটিতেই তার রক্তে সংক্রমণ ও টিবি ধরা পড়েছিল। এরমধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসেও।

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।

চলচ্চিত্রের দীর্ঘ সফল ক্যারিয়ার পেরিয়ে এখন তিনি সংসদে পালন করছেন ঢাকা-১৭ আসনের জনপ্রতিনিধির দায়িত্ব।

আজসারাবেলা/সংবাদ/মাখ/বিনোদন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here