সারাবেলা রিপোর্ট: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছে।
সন্ধ্যায় করোনা রিপোর্ট পজিটিভ আসার পর বুধবার রাতে তাদেরকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিবার ও দলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দেশবাসীর মাধ্যমে দোয়া চাওয়া হয়েছে যাতে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেনের করোনা শনাক্ত হয়।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজসারাবেলা/সংবাদ/মাখ/রাজনীতি