সারাবেলা রিপোর্ট: ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচই তৈরি করছে স্ট্যান্ড-আপ কমেডির নতুন একটি অনুষ্ঠান। এর নাম ‘ট্রাম ডেপো’। এতে দেখা যাবে বাংলাদেশের কমেডিয়ান ইশতিয়াক নাসির ও আনোয়ারুল আলম সজলের পরিবেশনা। তারা শুটিং করেছেন কলকাতায়।
কলকাতা থেকে ইশতিয়াক নাসির বলেন, ‘আমি আর সজল ছাড়াও কলকাতার চারজন কমেডিয়ানসহ মোট ছয়জন এই অনুষ্ঠানে পারফর্ম করেছি। হইচইয়ে কমেডি নিয়ে এটাই প্রথম অনুষ্ঠান।’
ইশতিয়াক নাসির আরও জানান, তিনজন করে দুটি টিমে ভাগ হয়ে তিনটি পর্বের শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। এটাই প্রথম সিজন। শিগগিরই হইচইয়ে মুক্তি পাবে অনুষ্ঠানটি।
ইশতিয়াক নাসির বলেছেন, ‘বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারা অনেক গর্বের ব্যাপার।‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিক্স’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচিত হন ইশতিয়াক নাসির ও আনোয়ারুল আলম সজল।
আজসারাবেলা/সংবাদ/দীপক/বিনোদন