সারাবেলা রিপোর্ট: বরগুনার পাথরঘাটায় বরফকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহজাহান হোসেন সম্রাট (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
শুক্রবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১টার দিকে হঠাৎ মোল্লা বরফ মিলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় এখানে কর্মরত সবাই কমবেশি আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত এক কিলোমিটার এলাকাজুড়ে বিষাক্ত গ্যাস অ্যামোনিয়া ছড়িয়ে পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। উদ্ধারকারী টিম ফায়ার সার্ভিস স্টেশনের দুই জনও গুরুতর অসুস্থ হয়েছেন।
ঘটনার পরপরই বরগুনার-২ আসনের সাংসদ শওকত রহমান রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন হাসপাতালে উপস্থিতি হন। তারা ঘটনার খোঁজ-খবর নিচ্ছেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত ১০ জনকে বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মারুফুজ্জামান জানান, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে আমরা কাছে ভিড়তে পারিনি। এ সময় আমাদের দুই জন ফায়ার কর্মীও অসুস্থ হয়ে পড়েন।
আজসারাবেলা/সংবাদ/রই/সারাদেশ