টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কি.মি. যানজট

0
307

টাঙ্গাইল প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত একাধিকবার টোল আদায় বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন পরিবহনের চালকসহ যাত্রীদের।

বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘণ্টা সেতুর ওপর দিয়ে যানচলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পরে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। ত‌বে সেতু‌তে টোল আদায় শুরু হ‌লেও মাত্রা‌তি‌রিক্ত গা‌ড়ির কারণে ধীরগতিতে যানচলাচল করছে।

সেতুর প‌শ্চিম সড়‌কে মালবাহী ট্রাকচালক খবির উদ্দিন জানান, বঙ্গবন্ধু সেতুর প‌শ্চিম সড়‌কে এক‌দি‌কে মহাসড়‌কের উন্নয়ন কাজ হ‌চ্ছে। এ‌তে একপাশ দি‌য়ে প‌রিবহন চলাচল করায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে। আবার ঘন কুয়াশা ও সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় ঘণ্টার ঘণ্টা মহাসড়‌কেই কাটা‌তে হ‌চ্ছে। কাচামাল নি‌য়ে স‌ঠিক সময়ে ঢাকায় পৌঁছা‌তে না পার‌লে ব‌্যবসায়ীরা চরম লোকসা‌নে পড়‌বে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, ‘ঘন কুয়ার কারণে সেতু টোল আদায় কয়েক দফা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।’

আজ সারাবেলা/কেটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here