সারাবেলা রিপোর্ট: এগিয়ে আসছে সময়, জমে উঠছে নির্বাচনের প্রচারণা। আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনায় এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
নগরীর বিভিন্ন ওয়ার্ডজুড়ে তার পক্ষে প্রচারণা আগের চেয়ে আরো বেশি বেগবান। স্বাস্থ্য সুরক্ষা মেনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রেজাউল করিম চৌধুরীর পক্ষে সমন্বয়ক হিসেবে ভোট চাইছেন, প্রচারণা করছেন যুবনেতা দেবাশীষ পাল দেবু।
প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে, এলাকায় ভোটারদের কাছে নৌকার পক্ষে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি।

রেজাউল করিম চৌধুরীকে মেয়র পদে জয়যুক্ত করার লক্ষ্যে ২০ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর ২৭ং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ করেন দেবাশীষ পাল দেবু।
এসময় তিনি বলেন, আমরা অনেকেই জানি না আমাদের নাগরিক অধিকার কী? নগরবাসী হিসেবে আমাদের কি কি সুবিধা পাওয়া উচিত? মেয়র হিসেবে মুক্তিযোদ্ধা রেজাউল করিম নির্বাচিত হলে নগরবাসীর সেই অধিকারই নিশ্চিত করবেন।
সুবিধাবান্ধব জলাবদ্ধতা মুক্ত উন্নত নগরী গড়তে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান দেবু।
প্রচারণা ও গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আবদুর রব, কাজী আরিফ, জুয়েল, সরোয়ার, মনির টিপু, মনি, মিজানুর রহমান, আরমান, মো. শোয়েব, বাবু, সাগর, জাহিদ, লিয়াকত হোসেন, অনিক, রাহাত, তারেক, আদনান, হিমেল, নবী, সাকিব, সাফায়েত, জসিম, রাসেল হোসেন, রিহাব, মুনসুর, আরাফাত প্রমুখ।
আজসারাবেলা/সংবাদ/রই/সারাদেশ