সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি হওয়া ১৫ দিনের শিশু সোহানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১টার দিকে সদর উপজেলা হাওয়ালখালী এলাকায় নিজেদের বাড়ির সেফটি ট্যাংকের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা সোহাগ ও মা ফাতেমাকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জন্মের পর থেকে অসুস্থ বাচ্চাটি প্রতিবন্ধী হওয়ার আশঙ্কায় বাবা-মা শিশুটিকে হত্যার পর সেফটি ট্যাংকে ফেলে চুরি হওয়ার নাটক সাজায়।
এর আগে, সোহাগ স্ত্রী ফতেমাকে নিয়ে হাওয়ালখালী গ্রামে নানার বাড়িতে বসবাস করেছিলেন। গত ২৫ নভেম্বর দুপুরে বাড়ির বারান্দায় ১৫ দিনের সোহানকে নিয়ে মা ফাতেমা ঘুমাচ্ছিলেন। কোনো এক ফাঁকে মায়ের পাশ থেকে নবজাতকটি চুরি হয়ে যায় বলে গণমাধ্যমে দাবি করেছিলেন তার বাবা-মা। এরপরে জেলা পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। তবে প্রায় ৩৬ ঘণ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।