লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় নিহত হয়েছেন অটোরিকশায় থাকা মা এবং ছেলে। এ ঘটনায় অটোরিকশা চালক বাবাসহ আহত হয়েছেন আরও পাঁচ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মন্জিলা বেগম (৩২) ও তার ছেলে সাজেদুল ইসলাম (৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশা চালক বদিউজ্জামান স্ত্রী-সন্তানসহ কয়েকজন যাত্রী নিয়ে বাড়ি থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। চৌধুরী মোড়ে আসলে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মন্জিলা বেগম নিহত হন। এতে আহত হন অটোরিকশার ছয়জন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অটোরিকশা চালকের ছেলে সাজেদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ পাঠানো হয়েছে কিন্তু বাসটি জব্দ করা সম্ভব হয়নি।