রাজধানীতে মহামারি করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

0
303

সারাবেলা রিপোর্ট: রাজধানী ঢাকায় মহামারি করোনায় আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

২০ আগস্ট পর্যন্ত ঢাকাতে আক্রান্তদের মধ্যে ৮৬০ চিকিৎসক, ৭৭৫ নার্স এবং ৪৪০ অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে ৭৮ চিকিৎসক মারা গেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রেণি ও পেশার সর্বমোট দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ করোনা রোগী শনাক্ত হয়।

মোট আক্রান্তদের মধ্যে দুই হাজার ৫৯১ চিকিৎসক, এক হাজার ৯২০ নার্স এবং তিন হাজার ১৪৯ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সর্বমোট সাত হাজার ৬৬০ স্বাস্থ্য কর্মী রয়েছেন।

রাজধানীসহ সারাদেশে মোট আক্রান্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রাজধানী ঢাকায় ২৬ শতাংশ আক্রান্ত হয়েছেন।

আজ সারাবেলা/সংবাদ/সিআ/সারাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here